এবার ইসরাইলি বর্বরতার সমর্থন জানালো ব্রাজিল

এবার ইসরাইলি বর্বরতার সমর্থন জানালো ব্রাজিল

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনে প্রতিনিয়ত বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের হামলায় অসংখ্য ফিলিস্তিনি মুক্তিকামী নিহত হয়েছেন। এদিকে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বিশ্বের সমর্থন আদায়ের চেষ্টা করছে।

রোববার (১৬ মে) এক টুইট বার্তায় নেতানিয়াহু দাবি করেছেন, বিশ্বের বেশ কয়েকটি দেশ ইসরাইলের প্রতি সংহতি জানিয়েছে।

সমর্থন জানানোদের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের নাম পাওয়া গেছে।

২৫টি দেশের পতাকা প্রকাশ করে নেতানিয়াহু লেখেন, ইসরাইলের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ। নেতানিয়াহুর প্রকাশ করা বিভিন্ন দেশের পতাকাগুলো মধ্যে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ৬ নম্বরে রয়েছে ব্রাজিল।

আরও পড়ুন


এবার হামাস প্রধানের বাড়িতে হামলা চালালো ইসরাইল

মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ঢাকামুখী মানুষের ভিড় বাড়ছে

ফিলিস্তিনিতে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

মাদারীপুরের শিবচরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার


ইসরাইল-ব্রাজিলের সম্পর্ক অবশ্য পুরনো নয়।

বিভিন্ন ইস্যুতে ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ব্রাজিল ইসরাইলকে সমর্থন করে। এর আগে ২০১৮ সালে ব্রাজিলের ডানপন্থি প্রেসিডেন্ট বলসোনারো জানিয়েছিলেন ব্রাজিল তাদের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করবে।

news24bd.tv আহমেদ