সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে পুতে রাখা ১০ নারীর লাশ উদ্ধার

সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে পুতে রাখা ১০ নারীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

সাবেক এক পুলিশ কর্মকর্তার বাড়িতে পুঁতে রাখা ১০ নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে। এদের মধ্যে সাত নারী ও তিন শিশু রয়েছেন।

দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর চালচুআপায় ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে একটি মামলার তদন্ত চালাতে গিয়ে এ লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

ওই পুলিশ কর্মকর্তার নাম হুগো ওসোরিও চাভেজ ওসোরিও (৫১)। তার বিরুদ্ধে ধর্ষণ ও ১৩টি খুনের মামলার তদন্ত চলছে বলে জানায় দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

এক নারী ও তার মেয়েকে হত্যার অভিযোগে গত শনিবার গ্রেফতার হন হুগো।  পুলিশের কাছে এ হত্যার কথা তিনি স্বীকার করেছেন।


আরও পড়ুনঃ


গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

ইসরাইলের বর্বর আক্রমণ কেবলই ক্ষমতার জন্য: বেলা হাদিদ

হামলায় ইসরাইলের একক আধিপত্যের যুগ শেষ: হামাস

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তাওকত’, রেড অ্যালার্ট


চিৎকার শুনে এক প্রতিবেশি পুলিশকে খবর দিলে পুলিশ এসে ৫৭ বছরের ওই নারী ও তার ২৬ বছরের মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে তাদের যৌন নির্যাতন করা হয়েছে বলে পুলিশের সন্দেহ করে।

তদন্তের অংশ হিসেবে ওই ব্যক্তির নামে বিভিন্ন স্থানে থাকা সম্পদ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা জানান, যৌন হয়রানির দায়ে ২০০৫ সালে হুগো চাকরি হারান ও পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করেন।

news24bd.tv / নকিব