বাংলাদেশি বংশোদ্ভূত সেই ফুটবলারের প্রতি ফিলিস্তিন সরকারের কৃতজ্ঞতা

বাংলাদেশি বংশোদ্ভূত সেই ফুটবলারের প্রতি ফিলিস্তিন সরকারের কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের ওপর ইসরাইলের বর্বরতার এক অভিনব প্রতিবাদ জানিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। চেলসির বিপক্ষে জয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে গ্যালারির দর্শক ও বিশ্ববাসীর সামনে তুলে ধরেন নির্যাতিত ফিলিস্তিনের পতাকা।

হামজার এমন ঐতিহাসিক প্রতিবাদ ডেইলি মেইল, দ্য মিরর, আলজাজিরা, মিডল ইস্ট মনিটর, এমনকি দ্য টাইমস অব ইসরাইলেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। যা সারা ফেলেছে সারা বিশ্বে।

ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে হামজার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট। ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে হামজাদের আনুষ্ঠানিক চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

  ঘর নির্মাণে ৬ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কাদের মির্জা

  ‘স্যার’ ও ‘লর্ড’ বলে ব্যঙ্গকারীদের যা বললেন মিঠুন

  এবার ইসরাইলি বর্বরতার সমর্থন জানালো ব্রাজিল

  এবার হামাস প্রধানের বাড়িতে হামলা চালালো ইসরাইল

চিঠিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, “এফ এ কাপের শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেয়ায় হামজা চৌধুরী ও ওয়েসলি ফোফানাকে ফিলিস্তিন সরকার ও জনগণের পক্ষ থেকে জানাই গভীর কৃতজ্ঞতা। ফিলিস্তিনের পতাকা ফুটবলের অন্যতম শীর্ষ প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে সংগ্রামী জনতার পক্ষ নেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি।

এফএ কাপ জেতায় হামজাদের অভিনন্দন জানিয়ে জমলট হামজাদ আরও বলেন, “শিরোপা জেতায় আপনাদের অভিনন্দন জানাই। আশা করি একদিন লেস্টার সিটি ক্লাব স্বাধীন ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে খেলবে। ”

news24bd.tv আহমেদ