ভারতে ঘূর্ণিঝড় তাওকাতের আঘাত: কর্ণাটকে নিহত ৪, গোয়ায় ২

ভারতে ঘূর্ণিঝড় তাওকাতের আঘাত: কর্ণাটকে নিহত ৪, গোয়ায় ২

অনলাইন ডেস্ক

ইতিমধ্যেই ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় তাওকত আঘাত হেনেছে। এর ফলে কর্ণাটক রাজ্যে ৪ জন ও গোয়ায় ২ জন প্রাণ হারিয়েছেন। খবর আনন্দবাজারের।

ঘূর্ণিঝড় তওকতের প্রভাবে শনিবার সকাল থেকে রাজ্যের তিন উপকূলীয় জেলাসহ ছয় জেলায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বলে জানায় কর্ণাটকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (কেএসডিএমএ)।

এছাড়া ঝড়ের প্রভাবে এই রাজ্যের ৭৩টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে ভারতের গোয়া রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকা পানজিমেও আঘাত হেনেছে তওকত।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, শনিবার দিনগত রাত আড়াইটা নাগাদ এই ঘূর্ণিঝড়টি গোয়া থেকে মাত্র ১৫০ কিলোমিটার, মুম্বাই থেকে ৪৯০ কিলোমিটার ও গুজরাট উপকূল থেকে ৭৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।


আরও পড়ুনঃ


গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

ইসরাইলের বর্বর আক্রমণ কেবলই ক্ষমতার জন্য: বেলা হাদিদ

হামলায় ইসরাইলের একক আধিপত্যের যুগ শেষ: হামাস

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তাওকত’, রেড অ্যালার্ট


মঙ্গলবার সকালে গুজরাটের উপকূল, পোরবন্দর ও ভাবনগর জেলার মহুভা এলাকায় আঘাত হানতে পারে বলেও জানানো হয়।

তবে সকাল থেকেই মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক ও গুজরাটসহ ভারতের পশ্চিম উপকূলজুড়েই ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে।

news24bd.tv / নকিব