স্থানীয় পর্যায়ে লকডাউন শিথিল হলে করোনার ভারতীয় স্ট্রেইন ‘দাবানলের মতো’ ছড়িয়ে পড়তে পারে।
এমন সতর্কবার্তা দিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তিনি বলছেন, ‘এ ব্যাপারে আমাদের উচ্চ আত্মবিশ্বাস আছে। ’
স্কাই নিউজকে রোববার তিনি বলেন, ‘লকডাউনের বিষয়ে আমরা ১৪ জুন চূড়ান্ত সিদ্ধান্ত নেব।
হ্যানকক এমন সময় এই কথা বলেছেন, যখন ব্রিটেন স্বাভাবিক জীবনে ফেরার পরিকল্পনা করছে। বেশ কিছু বিধিনিষেধ ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে।
ভারতীয় ধরণকে বিজ্ঞানীরা আরও বেশি ক্ষতিকর এবং সংক্রামক বলছেন। ডাবল মিউটেশনের ফলে করোনা মানুষকে বেশি হারে যেমন আক্রান্ত করছে, তেমনি অসুস্থও করছে বেশি।
হ্যানকক বলছেন, ‘ভ্যাকসিন না নেওয়া মানুষের মধ্যে ভারতীয় স্ট্রেইন সত্যি দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। তাই যত দ্রুত সম্ভব বেশি বেশি মানুষকে ভ্যাকসিন দিতে হবে। ’
বিবিসির খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় প্রয়োজন পড়লে ‘অর্থনৈতিক ও সামাজিক’ বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে ব্রিটিশ সরকার জানিয়েছে।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও প্রয়োজনে পুনরায় আঞ্চলিক বিধিনিষেধ আরোপের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে বলেছিলেন, ‘এই ভ্যারিয়্যান্ট নিয়ে আমরা উদ্বেগের মধ্য রয়েছি। ’
news24bd.tv তৌহিদ