হামাসের শীর্ষ নেতার বাড়ি ধ্বংসের দাবি ইসরাইলের

হামাসের শীর্ষ নেতার বাড়ি ধ্বংসের দাবি ইসরাইলের

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ স্থানীয় নেতা ইয়াহিয়া সিনওয়ার ও তার ভাইয়ের বাড়ি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরাইল।

তবে বার্তা সংস্থা এএফপি জানায়, তারা সিনওয়ারের বাড়িতে বোমা হামলার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

এর আগে গতকাল (শনিবার) হামাসের রাজনৈতিক শাখার আরেক সিনিয়র নেতা খলিল আল হায়ার বাড়িতেও বোমাবর্ষণ করা হয়েছে বলে জানায় তারা।


আরও পড়ুনঃ


গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

ইসরাইলের বর্বর আক্রমণ কেবলই ক্ষমতার জন্য: বেলা হাদিদ

হামলায় ইসরাইলের একক আধিপত্যের যুগ শেষ: হামাস

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তাওকত’, রেড অ্যালার্ট


উল্লেখ্য, ইয়াহিয়া সিনওয়ার হচ্ছেন হামাসের গাজা অঞ্চলের রাজনৈতিক শাখার প্রধান। এছাড়া তার ভাই মুহাম্মাদও হামাসের একজন প্রভাবশালী সদস্য। গাজার খান ইউনিসে তাদের বাড়ি।

news24bd.tv / নকিব