অষ্টম দিনে ইসরাইলি বর্বরতা, ঝরলো দুইশ’ ফিলিস্তিনি প্রাণ

অষ্টম দিনে ইসরাইলি বর্বরতা, ঝরলো দুইশ’ ফিলিস্তিনি প্রাণ

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অষ্টম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনাবাহিনী। এই বর্বরতার জবাব দিচ্ছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

তবে এই হামলায় বেশি প্রাণ ঝরেছে ফিলিস্তিনেরই। এখন পর্যন্ত গাজায় প্রাণ গেছে ১৯৭ জন ফিলিস্তিনির।

নিহতদের মধ্যে ৫৮ জন শিশু ও ৩৪ জন নারী রয়েছেন। অর্থাৎ নিহতদের মধ্যে অর্ধেকই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতের মধ্যে কেবল রোববার (১৬ মে) একদিনেই মারা গেছেন ৪২ জন ফিলিস্তিনি, যাদের ১০ জনই শিশু।

এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা দ্রুত বন্ধ হচ্ছে না জানানোর কয়েক ঘণ্টা পর সোমবারও ইসরায়েলি গোলাবর্ষণ চলছে।


আরও পড়ুনঃ


করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কবি জয় গোস্বামী

ফিলিস্তিনিদের বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান বাংলাদেশের

ধ্বংসস্তূপে ওপর দাঁড়িয়ে র‍্যাপ গাইল ফিলিস্তিনি শিশু (ভিডিও)

হাঙ্গর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে জিপিএস হিসেবে ব্যবহার করে


রোববার রাত জুড়ে গাজার বিভিন্ন এলাকায় কয়েক ডজন গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার বিভিন্ন প্রান্ত থেকে গোলার প্রচণ্ড শব্দের প্রতিধ্বনি শোনা গেছে রাতভর।

অন্যদিকে, ইসরাইলের সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে জানা যায়, হামাসের রকেট হামালায় এ পর্যন্ত ইসরায়েলে ১০ জন নিহত হয়েছেন, যাদের দুইজন শিশু।

news24bd.tv / নকিব