ভারতের দিকে ধেয়ে যাচ্ছে 'তওকত'

ভারতের দিকে ধেয়ে যাচ্ছে 'তওকত'

অনলাইন ডেস্ক

নিম্নচাপ থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ‘তওকত’ আজ সোমবার (১৭ মে) রাতেই ভারতের উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

তারা জানায়, সোমবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে গুজরাটের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

ঘূর্ণিঝড় সতর্কতায় ইতোমধ্যে মুম্বাই বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


আরও পড়ুনঃ


করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কবি জয় গোস্বামী

ফিলিস্তিনিদের বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান বাংলাদেশের

ধ্বংসস্তূপে ওপর দাঁড়িয়ে র‍্যাপ গাইল ফিলিস্তিনি শিশু (ভিডিও)

হাঙ্গর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে জিপিএস হিসেবে ব্যবহার করে


এদিকে, গুজরাট উপকূলের পোরবন্দর ও ভাবনগর জেলার নিচু এলাকার ২৫ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকা থেকে দেড় লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

news24bd.tv / নকিব