ঘূর্ণিঝড় ‘তকতে’র কারণে মুম্বাইয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’, বন্ধ হলো বিমানবন্দর

ঘূর্ণিঝড় ‘তকতে’র কারণে মুম্বাইয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’, বন্ধ হলো বিমানবন্দর

অনলাইন ডেস্ক

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তকতে’র কারণে সতর্কতার অংশ হিসেবে মুম্বাইয়ের বেসরকারি ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (সিএসএমআইএ) বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে। খবর পিটিআইর।

সিএসএমআইএ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘মুম্বাই বিমানবন্দরে পরিচালিত কার্যক্রম ১৭ ই মে স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখতে হবে।

। ’

ভারত আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) মুম্বাইয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে।

সোমবার প্রবল ঘূর্ণিঝড় ‘তকতে’ মুম্বাই উপকূলের কাছাকাছি পৌঁছার আশঙ্কা থাকায় প্রবল বাতাসের সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট উইন্ডি ডটকমের হ্যারিকেন ট্র্যাকার অনুযায়ী, মুম্বাই উপকূল হয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘তকতে’ গুজরাট উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে।

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তকতে’র প্রভাবে রবিবার কর্নাটক, কেরালা ও গোয়া রাজ্যের ওপর দিয়ে প্রবল ঝোড়ো বাতাস বয়ে যায়, ভারী বৃষ্টি হয় ও জোয়ারের সময় সাগরে প্রবল ঢেউ দেখা দেয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর