ঘূর্ণিঝড়ের আগেই গুজরাটে ভূমিকম্প

ঘূর্ণিঝড়ের আগেই গুজরাটে ভূমিকম্প

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় ‘তওকত’ নিয়ে আশঙ্কার মধ্যেই ভূমিকম্প গুজরাটে। সোমবার ভোর সাড়ে তিনটার দিকে রাজকোট-সহ গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে এই ভূমিকম্প হয়। তবে এই ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সোমবার ৩টা ৩৭ মিনিটে ভূমিকম্প হয়।

রাজকোটের দক্ষিণে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। তবে কম্পনের তীব্রতা খুব বেশি ছিল না। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। মূলত গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলেই এই ভূ-কম্পন অনুভূত হয়।

সোমবার রাতে গুজরাটের উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় তওকতের। রাত ৮টা থেকে ১১ টার মধ্যে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে গুজরাটে প্রবেশ করতে পারে ওই ঘূর্ণিঝড়। তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগে রয়েছে গুজরাটের সাধারণ মানুষ এবং প্রশাসন। এরই মধ্যে ভূমিকম্প।


আরও পড়ুনঃ


করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কবি জয় গোস্বামী

ফিলিস্তিনিদের বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান বাংলাদেশের

ধ্বংসস্তূপে ওপর দাঁড়িয়ে র‍্যাপ গাইল ফিলিস্তিনি শিশু (ভিডিও)

হাঙ্গর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে জিপিএস হিসেবে ব্যবহার করে


উল্লেখ্য, গত সপ্তাহেই উত্তরপূর্ব ভারতের দুই রাজ্য নাগাল্যান্ড এবং মণিপুরেও ভূমিকম্প হয়েছিল। এই দুই ক্ষেত্রেই তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক