দূরপাল্লার বাস-লঞ্চ-ট্রেন চলবে কিনা সিদ্ধান্ত আগামী সপ্তাহে

দূরপাল্লার বাস-লঞ্চ-ট্রেন চলবে কিনা সিদ্ধান্ত আগামী সপ্তাহে

অনলাইন ডেস্ক

বন্ধ থাকা দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন চলাচলের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত সপ্তাহখানেক দেখে তারপর নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব একথা বলেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের সভাপিত্ব করেন।

এদিন স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন আরও কিছু দিন বন্ধ রাখার সুপারিশ করবেন।


এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেখা যাক, ৫-৬ দিন যাক তারপর কী অবস্থা হয়। ইন্ডিয়ার অবস্থাটা দেখতে হবে। আমাদের এখন মেইন কনসার্ন হলো ইন্ডিয়ার অবস্থা। একটা সুবিধা হয়ে গেছে যে ওয়েস্টবেঙ্গল বা ইস্টার্নে তারা লকডাউন দিয়ে দিয়েছে।
তাতে আমাদের একটা ন্যাচারাল প্রটেকশন তৈরি হয়েছে। এখন বর্ডার কন্ট্রোল করতে পারছি। আগামী সাতদিন যাক, সাতদিন পর একটা সিনারিও আসবে তখন দেখা যাবে।

করোনা সংক্রমণ ঠেকাতে ১৭ থেকে ২৩ মে বিধিনিষেধ বাড়ানো হয়েছে। এই সমেয় দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন বন্ধ রাখা হয়েছে। তবে জেলার ভেতরে বাস চলাচল করছে।

news24bd.tv তৌহিদ