ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৩ বছরের এক কিশোরীকে দলবেধে ধর্ষণের অভিযোগে তিনজনের নামে থানায় মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।
পীরগঞ্জ থানার পুলিশ ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে পৌর শহরের রঘুনাথপুর মহল্লার ওই কিশোরী বাড়ি থেকে দোকানে সেম্পু কিনতে গেলে রঘুনাথপুর টিএন্ডটি পাড়া মহল্লার মকবুলের ছেলে শামীম (১৯), একই এলাকার ইলিয়াসের ছেলে রাব্বি (১৯) এবং সালামের ছেলে রাকিব (২০) নামে তিন যুবক তাকে প্রলোভন দেখিয়ে দোকানের পাশের রুমে (রাব্বির বাড়িতে) নিয়ে গিয়ে হাত ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ধর্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে সাউন্ড সিস্টেমে উচ্চস্বরে গান বাজায়।
ঘটনা জানতে পেরে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামীম (১৯) নামে একজনকে গ্রেপ্তার করে সোমবার জেল-হাজতে পাঠান। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে তিনজনের নামে মামলা করেছেন।
ঠাকুরগাঁও (এডিশনাল এসপি) মুশফিকুর জামান ও পীরগঞ্জ (সার্কেল এসপি) আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার জানায়, আসামিদের বাড়ি শহরের রঘুনাথপুর মহল্লায়। একজন গ্রেপ্তার হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে।
news24bd.tv তৌহিদ