শেরপুরে মৃগী নদীতে গোসল করতে নেমে তানজিলা আক্তার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ১৭ মে সোমবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানজিলা স্থানীয় ইনসান মিয়ার মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইনসান মিয়া ঈদে ঢাকা থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে চরশেরপুর ধোপাঘাট এলাকায় বাড়িতে বেড়াতে আসেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নিখোঁজের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
news24bd.tv তৌহিদ