ইসরাইলের গোলাবারুদ ভরা কন্টেইনার জাহাজে তুলল না ইতালির শ্রমিকরা

ইসরাইলের গোলাবারুদ ভরা কন্টেইনার জাহাজে তুলল না ইতালির শ্রমিকরা

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনারা বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালানোর উদ্দেশ্যেই অস্ত্র চালান পাঠানো হচ্ছে এমনটি বুঝতে পেরে অস্ত্র ও গোলাবারুদ ভরা কন্টেইনার জাহাজে তুলে দেওয়া বাদ দিল ইতালির শ্রমিকরা।

ইতালির পত্রিকা কন্ট্রোপিয়ানোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শ্রমিকরা বুঝতে পারেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালানোর উদ্দেশ্যেই অস্ত্র চালান পাঠানো হচ্ছে।

এরমধ্যে গত ৫ মে ইসরায়েলের কাছে সাড়ে ৭৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১৭ মে) মার্কিন কংগ্রেসের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।

রোববার (১৬ মে) ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

একইসঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। তবে নিরাপত্তা পরিষদের বিবৃতি প্রকাশে ভেটো দিয়েছে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্র।

news24bd.tv তৌহিদ