এবার ফিলিস্তিনের পাশের দেশ লেবাননে ইসরায়েলের বোমা হামলা

এবার ফিলিস্তিনের পাশের দেশ লেবাননে ইসরায়েলের বোমা হামলা

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার পর সীমান্তবর্তী দেশ লেবাননেও হামলা চালালো ইসরায়েল। সোমাবার লেবাননে ইসরায়েলি বাহিনী ২২টি বোমা ছোড়ে।

লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তবে লেবানন থেকে সোমবার ছোড়া ছয়টি ক্ষেপণাস্ত্রের একটিও লক্ষ্যে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে দেয়া হয়েছে বলেও জানায় তারা।

সেনাবাহিনী আরও জানায়, যেখান থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়, কেবল সেখানেই হামলা চালায় ইসরায়েল। তবে লেবানন সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ছয়টি নয়, দেশটির দক্ষিণাঞ্চল থেকে সোমবার ইসরায়েলের দিকে তিনটি রকেট ছোড়া হয়।


আরও পড়ুনঃ


ধ্বংসস্তূপে ওপর দাঁড়িয়ে র‍্যাপ গাইল ফিলিস্তিনি শিশু (ভিডিও)

হাঙ্গর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে জিপিএস হিসেবে ব্যবহার করে

যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরাইল: হামাস

রোজিনার মুক্তির দাবিতে শাহবাগ থানার সামনে সাংবাদিকদের বিক্ষোভ


গত সপ্তাহে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটল।

news24bd.tv / নকিব