বগুড়ায় বাণিজ্যিকভাবে বাড়ছে বিভিন্ন ধরনের ফুলের চাষ

Other

বগুড়ায় বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের ফুলের চাষ দিন দিন বাড়ছে। পরিত্যক্ত জমি, খাদ্য শষ্য উৎপাদন কম হয়-এমন জমি বেছে নিচ্ছেন ফুল চাষিরা। অল্প সময়ে অধিক লাভ হওয়ায় অনেকেই ঝুঁকেছেন ফুল চাষে।  

এতে করে যেমন কর্মসংস্থান হচ্ছে তেমনি অন্য জেলা থেকে ফুল আমদানি কমেছে।

জেলার চাহিদা মিটিয়ে বগুড়ার ফুল যাচ্ছে আশেপাশের জেলাগুলোতে।  

বিভিন্ন দিবস, বিয়ে সহ সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে ফুলের কদর ছিল সবসময়ই। অফিস আদালতসহ ঘরের সৌন্দর্য বাড়াতে ফুলের আবেদন যেন অনস্বীকার্য শহর কিংবা গ্রাম-সবখানেই। আর তাই ফুল কেনার প্রবণতাও বেড়েছে।

আগে যশোরসহ অন্যান্য জেলা থেকে ফুল আনলেও এখন জেলায় উৎপাদিত ফুল দিয়েই মানুষের চাহিদা অনেকাংশে পূরণ হচ্ছে। সদর উপজেলা, শাজাহানপুর, সোনাতলা ও শিবগঞ্জসহ কয়েকটি উপজেলায় চাষিরা বাণিজ্যিকভাবে ফুলচাষ করছেন।

বগুড়া জেলায় প্রায় ৩০ হেক্টর জমিতে ১৫ ধরণের ফুলের চাষ হয়ে থাকে। এর মধ্যে বিভিন্ন ধরনের গোলাপ যেমন আমেরিক্যান হ্যারি, ডাচ গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবারা, বাগান বিলাস, চন্দ্র মল্লিকা, ডালিয়া, কসমস, দোলন চাঁপা, ইত্যাদি। উঁচু ও রোদ পড়ে এমন জমিতে প্রতি বিঘায় দেড় লাখ টাকা খরচে প্রতিদিনই সহস্রাধিক গোলাপ ফোটে।


স্বাস্থ্য বিভাগের পিয়ন থেকে শুরু করে ওপরের সবাই কোটি কোটি টাকার মালিক

যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরাইল: হামাস

রোজিনার মুক্তির দাবিতে শাহবাগ থানার সামনে সাংবাদিকদের বিক্ষোভ

আরশের ছায়াতলে আশ্রয় পাবেন যে সাত ব্যক্তি


বগুড়ায় ফুল চাষ হওয়ায় চাষিসহ ক্রেতা ও বিক্রেতা উভয়েই লাভবান হচ্ছেন। এদিকে, ফুল চাষে সব ধরণের সহযোগিতা করছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বগুড়া শহরের শহীদ খোকন পার্ক কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন স্থানে ১৭টি দোকান নিয়ে গড়ে উঠেছে ফুলের মার্কেট। এখান থেকেই ফুল ক্রয় বিক্রয় সহ অন্যান্য জেলায় যাচ্ছে বগুড়ার উৎপাদিত ফুল।

news24bd.tv নাজিম