জর্ডান সীমান্ত দিয়ে প্রবেশ করল ড্রোন; ভূপাতিত করার দাবি ইসরাইলের

জর্ডান সীমান্ত দিয়ে প্রবেশ করল ড্রোন; ভূপাতিত করার দাবি ইসরাইলের

অনলাইন ডেস্ক

জর্ডান সীমান্ত দিয়ে ইসরাইলের উত্তরাঞ্চলে একটি ড্রোন প্রবেশ করার পর সেটিকে ধ্বংস করার দাবি করেছে ইসরাইলি সেনারা।

ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, সকালে জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোন প্রবেশ করছিল, এ অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়েছে।

দৈনিক ‘টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, ড্রোনটি বেইত শাউন এলাকার দিকে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে।

ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ড্রোনটি জর্ডানের দিক থেকে প্রবেশ করলেও এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়।


আরও পড়ুনঃ


ধ্বংসস্তূপে ওপর দাঁড়িয়ে র‍্যাপ গাইল ফিলিস্তিনি শিশু (ভিডিও)

হাঙ্গর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে জিপিএস হিসেবে ব্যবহার করে

রোজিনার কোন দল নেই, বাহিনী নেই; তার পিছনে এত পুলিশ!!

যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরাইল: হামাস


ফিলিস্তিনিদের ওপর নতুনকরে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইসরাইল সীমান্তের দেশগুলোর জনগণও ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। অনেকে প্রতিবাদ হিসেবে সীমান্ত অতিক্রম করে ইসরাইলে প্রবেশের চেষ্টা করছে।

উল্লেখ্য, গত ১০ মে থেকে গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

এর ফলে গাজায় এ পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ৫৮ জন শিশুও রয়েছে। অবশ্য ফিলিস্তিনিরাও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইলি আগ্রাসনের পাল্টা জবাব দিচ্ছে।

news24bd.tv / নকিব