মিথিলার প্রথম ছবির তালিকা থেকে বাদ ‘বেয়াদব’ নোবেল

মিথিলার প্রথম ছবির তালিকা থেকে বাদ ‘বেয়াদব’ নোবেল

অনলাইন ডেস্ক

চলমান বিতর্কের জেরে এবার তাকে সিনেমার গান থেকেও বাদ দেয়া হলো কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ছবির টাইটেল গানে কণ্ঠ দেয়ার কথা ছিল নোবেলের।

ধারাবাহিক কয়েকদিন ধরে নোবেলের অপেশাদার আচরণ ও বিতর্কিত কিছু ফেসবুক পোস্ট দেখার পর তাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে ‘অমানুষ’-এর টাইটেল সং থেকে তাকে বাদ দিয়েছেন নির্মিতব্য চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন।

সোমবার (১৭ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে অনন্য মামুন বলেন, ‘বেয়াদবকে দিয়ে আমার অমানুষ সিনেমার টাইটেল সং করার কথা ছিল, বাদ।

এটাই আমার প্রতিবাদের ভাষা। ’

news24bd.tv

‘অমানুষ’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন নিরব হোসেন ও রাফিয়াত রশীদ মিথিলা। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে মিথিলার।

শুধু অনন্য মামুনই নয়, ভাইরাল গায়ক নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশের অন্যতম অডিও প্রযোজনা সংস্থা সাউন্ডটেক।

তিনি বলেন, উনাকে (নোবেল) কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব না। উনার ব্যবহার ভালো লাগেনি, তাই চুক্তি বাতিল করেছি।


আরও পড়ুনঃ


ধ্বংসস্তূপে ওপর দাঁড়িয়ে র‍্যাপ গাইল ফিলিস্তিনি শিশু (ভিডিও)

হাঙ্গর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে জিপিএস হিসেবে ব্যবহার করে

রোজিনার কোন দল নেই, বাহিনী নেই; তার পিছনে এত পুলিশ!!

যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরাইল: হামাস


উল্লেখ্য, সময় টেলিভিশনের বিনোদন বিভাগের সাংবাদিক আল কাছিরকে অপহরণের হুমকি দেওয়ায় নোবেলের বিরুদ্ধে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে। ১৭ মে (সোমবার) দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর কলাবাগান থানায় জিডিটি করা হয়। যার নাম্বার ৭০৩।

ভারতের টিভি চ্যানেল জি-বাংলার রিয়ালিটি শো সারেগামাপার মাধ্যমে হুট করে আলোচনায় আসেন কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল।

news24bd.tv / নকিব


আরও পড়ুনঃ


ধ্বংসস্তূপে ওপর দাঁড়িয়ে র‍্যাপ গাইল ফিলিস্তিনি শিশু (ভিডিও)

হাঙ্গর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে জিপিএস হিসেবে ব্যবহার করে

রোজিনার কোন দল নেই, বাহিনী নেই; তার পিছনে এত পুলিশ!!

যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরাইল: হামাস