লিবিয়ায় নৌকাডুবি: ৩৩ বাংলাদেশি উদ্ধার, নিখোঁজ ৫০

লিবিয়ায় নৌকাডুবি: ৩৩ বাংলাদেশি উদ্ধার, নিখোঁজ ৫০

অনলাইন ডেস্ক

ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) তাদের উদ্ধার করে তিউনেশিয়া নৌবাহিনী।  

এখনো ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়। নিখোঁজ ব্যক্তিরা বাংলাদেশ ও সুদানের বলে ধারণা করা হচ্ছে।

তিউনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জিকরি বলেন, বেঁচে যাওয়াদের তিউনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেল ক্ষেত্রে রাখা হয়েছে।  

নিখোঁজদের উদ্ধারে ও তল্লাশি অভিযান চালাতে উপকূলের ওই এলাকায় তিউনিশিয়ার নৌবাহিনীর কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ভূ-মধ্যসাগরীয় সমন্বয় অফিসের মুখপাত্র ফ্লাভিও ডি গায়াকোমো টুইটারে বলেছেন, তিউনিশিয়া উপকূল থেকে যে ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে; তাদের সবাই বাংলাদেশের।  

জেনেভায় আইওএমের মুখপাত্র সাফা সেহলি এক টুইট বার্তায় বলেছেন, উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের মানবিক সহায়তা ও আশ্রয়সেবা দিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।

news24bd.tv/আলী