গাজায় হামলার বিষয়ে ইসরায়েলকে সমর্থন এবং দেশটিকে আরও অস্ত্র দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুরস্কের টেলিভিশনে দেওয়া এক ভাষণে বাইডেনকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন। ’
বার্তা সংস্থা এএফপি-এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, বাইডেনের উদ্দেশে এরদোয়ান বলেছেন, ‘এ কথা বলতে আপনি আমাদের বাধ্য করেছেন যে, রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন আপনি।
আধাঘণ্টায় গাজার ৬৫টি স্থানে বিমান হামলার দাবি জিলম্যানের
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’ আসছে, আঘাত হানতে পারে সুন্দরবনে
হামাসের যে কৌশলে কোণঠাসা ইসরাইল!
গাজায় ইসরায়েলের সর্বাত্মক সন্ত্রাসী হামলার মধ্যেই দেশটিকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে প্রায় ৭৩.৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
এছাড়া গাজায় হামলার বিষয়ে ইসরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেন বলেন, ‘ইসরায়েলের নিজেকে সুরক্ষার অধিকার রয়েছে। ’
news24bd.tv নাজিম