রাজধানীর গুলশান-২ এর মন্টানা লাউঞ্জ নামের একটি রেস্তোরাঁয় সিসা সেবনের সময় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে গুলশান থানা পুলিশ। জানায় যায় ওই মন্টানা লাউঞ্জ নামে সিসা বারের মালিক তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন। ফারদিন রেস্তোরার আড়ালে এই সিসা সেবনের ব্যবসা চালিয়ে আসছিলো।
মঙ্গলবার দিবাগত রাতে গণমাধ্যমে রেস্তোরাঁয় সিসা সেবনের তথ্য স্বীকার করেন ওমর সানি নিজেই।
ওমর সানি দাবি করেন, খাবারের পাশাপাশি এখানে সিসা সেবনের ব্যবস্থা ছিল। তবে কোনো বেআইনি বা অবৈধ কিছু ঘটছিল না। আমরা দেশের আইন অনুযায়ী চলেছি।
আরও পড়ুন
ঘূর্ণিঝড় তকতের আঘাতে নৌযান ডুবি, নিখোঁজ ১২৭ হামজার পর এবার ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পগবা-দায়ালো (ভিডিও) |
অভিযানে সিসা ও সিসা সেবনের বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিসা সেবন নিষিদ্ধ জানিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানা ওসি আবুল হাসান।
আইনে সিসা সেবন নিষিদ্ধ থাকলে রেস্তোরাঁয় এর ব্যবস্থা রাখা ছিল কেন প্রশ্নে অভিনেতা ওমর সানি পাল্টা প্রশ্ন ছুড়েন, সিগারেট অবৈধ না হলে সিসা কেন অবৈধ? গুলশান বনানীতে প্রায় ৪০টির মতো সিসা লাউঞ্জ আছে। সরকার যদি সব সিসা লাউঞ্জ বন্ধ করে দেয় তাহলে আমাদের আপত্তি নেই। আমাদের রেস্তোরাঁয় শুধু খাবারের ব্যবস্থাই থাকবে।
news24bd.tv আহমেদ