ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে নিজেদের অবস্থান জানালো কানাডা

ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে নিজেদের অবস্থান জানালো কানাডা

Other

গাজায় ইসরাইল এবং প্যালেস্টাইনিদের মধ্যে চলমান যুদ্ধে বিরতি দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ইসরাইলি-প্যালেস্টাইনিদের ঘিরে রাখা সহিংসতা আমাদের হৃদয়কেও স্পর্শ করছে। নিরাপরাধ মানুষ এবং শিশুরা যে মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তার বিভৎস চিত্র আমরা দেখতে পাচ্ছি। তিনি উত্তেজনা কমিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করারও  প্রতিশ্রুতি দিয়েছেন।

ইসরাইল - প্যালেস্টাইনিদের মধ্যে এই পর্যায়ের যুদ্ধ শুরুর পর এই প্রথম কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান এবং প্রতিক্রিয়া প্রকাশ করলো। হাউজ অব কমন্সে বিরোধী দল কনজারভেটিভ পার্টি শুরু থেকেই ইসরাইলিদের পক্ষে তাদের অবস্থান ঘোষণা করেছে। এনডিপি প্যালেস্টাইনিদের পক্ষে।

আরও পড়ুন

  রেস্তোরাঁর আড়ালে সিসা সেবনের ব্যবসা চালাচ্ছিল ওমর সানি-মৌসুমীর ছেলে

  ঘূর্ণিঝড় তকতের আঘাতে নৌযান ডুবি, নিখোঁজ ১২৭

  হামজার পর এবার ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পগবা-দায়ালো (ভিডিও)

  ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা: ইতিহাস ও জয়-পরাজয়ের সমীকরণ

 

জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি মধ্যবর্তী একটি অবস্থানে নিজেদের দাঁড় করাতে চাচ্ছে।

লিবারেল সরকার এককভাবে কোনো অবস্থান না নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্মিলিতভাবে কাজ করতে চাচ্ছে। লিবারেল সরকারের এই অবস্থানের প্রতি সমর্থন জানাচ্ছি।

সবাই পক্ষ বিপক্ষ হয়ে গেলে মধ্যস্থতার লোক পাওয়া কঠিন হয়ে যায়। যুদ্ধে লিপ্ত দুটি পক্ষকে সমঝোতায় আনার জন্যও তো দক্ষ সমঝোতাকারীর প্রয়োজন হয়।

news24bd.tv আহমেদ