কুষ্টিয়ায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা

Other

কুষ্টিয়ায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটি এবং ভুট্টা তোলা নিয়ে কৃষকরা ব্যস্ত থাকায় বাজারে পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।  

তবে, অনেকেই আবার নতুন করে লকডাউন দেয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকাকেও কারণ হিসেবে দেখছেন।  

সোমবার পর্যন্ত ও কুষ্টিয়ার খুচরাবাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ টাকা কেজি।

মঙ্গলবার তা একলাফে বেড়ে দাঁড়ায় ৪০ এ। হঠাৎ মূল্যবৃদ্ধিতে অসুবিধায় পড়েছে নিম্ন ও মধ্যআয়ের মানুষ।

কুষ্টিয়া পৌর বাজারে পেঁয়াজের আড়তগুলো ফাঁকা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর সরবরাহ কমে যাওয়ায় আড়ত পর্যায়ে মণ প্রতি দাম ১০০ টাকা বেড়ে গেছে।

কুষ্টিয়ার ভাদালিয়া হাটে অল্পকিছু পেঁয়াজ উঠেছিল। ব্যবসায়ীরা বলছেন, কৃষকরা ধান ও ভুট্টা নিয়ে ব্যস্ত থাকায় পেঁয়াজ বাজারে আনছেন না। এ কারণে বেড়ে গেছে দাম।

জেলার সবচেয়ে বড় পেঁয়াজের আড়ত কাঞ্চনপুর গিয়ে দেখা যায় বেশিরভাগ আড়তই বন্ধ রয়েছে। তারা বিক্রি করছেন ৩৪ টাকা কেজিদরে।

আরও পড়ুন:

 আমার একটাই কথা, মারামারি করবেন তো খবর আছে: মাশরাফী (ভিডিও)

 সত্য প্রকাশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার: ৫৭ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

 ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে নিজেদের অবস্থান জানালো কানাডা

 রেস্তোরাঁর আড়ালে সিসা সেবনের ব্যবসা চালাচ্ছিল ওমর সানি-মৌসুমীর ছেলে

 

পেঁয়াজের দাম কেজি প্রতি ১/২টাকা বাড়ার কথা স্বীকার করে বাজার কর্মকর্তা সার্বক্ষণিক মনিটরিংয়ের কথা বলছেন। তবে, এ বছর পেঁয়াজের ভাল ফলন হওয়ায় দাম খুব-বেশি বাড়বে না বলেও জানান তিনি।

news24bd.tv নাজিম