এই ঘোষণায় সব উন্নয়শীল দেশই ভ্যাকসিন নিয়ে সীমাহীন সংকটে পরতে যাচ্ছে

এই ঘোষণায় সব উন্নয়শীল দেশই ভ্যাকসিন নিয়ে সীমাহীন সংকটে পরতে যাচ্ছে

অনলাইন ডেস্ক

চলতি বছরে কাউকেই কোভিডের ভ্যাকসিন দিতে পারবে না বলে ঘোষণা দিয়েছে ভারতীয় ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট। ভারতে কোভিড পরিস্থিতির অবনতি ঘটায় কোম্পানিটি এমনিতেই বিদেশে ভ্যাকসিন রপ্তানি স্থগিত রেখেছিল। এখন ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে- চলতি ২০২১ সালে অন্তত তারা কাউকেই কোনো ভ্যাকসিন দিতে পারবে না।

বাংলাদেশ ভ্যাকসিনের জন্য এখন পর্যন্ত সেরামের উপরই নির্ভরশীল।

উন্নয়নশীলদেশগুলোর ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে গঠিত কোভ্যাক্স এর একমাত্র সরবরাহকও ছিল সেরাম। নতুন এই ঘোষণার ফলে পৃথিবীর তাবৎ উন্নয়শীল দেশই কোভিড ভ্যাকসিন নিয়ে সীমাহীন সংকটে পরতে যাচ্ছে।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, কানাডা।

news24bd.tv তৌহিদ