সাতক্ষীরায় ভারত ফেরত ১১ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরায় ভারত ফেরত ১১ জনের করোনা শনাক্ত

Other

ভারত থেকে দেশে ফেরা ১৪২ জন বাংলাদেশি নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদেরকে বিশেষ ব্যবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, গত ৫ মে সন্ধ্যায় ভারত থেকে দেশে ফেরা ১৪২ জন পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়।

মঙ্গলবার রাতে পিসিআর ল্যাব থেকে জানানো হয় তাদের মধ্যে ১১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ১১ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট আসলে তাদের ভেরিয়েন্ট সংক্রমণ হয়েছে কি না তা জনা যাবে।

আরও পড়ুন

  রোজিনা ইসলামের ঘটনার মধ্যমে সাংবাদিকতার বিরুদ্ধে এই আইনের প্রয়োগের সূচনা হল

  ফিলিস্তিন ইস্যুতে জয়া আহসানের আবেগঘন স্ট্যাটাস

  সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন

  জাবিতে আবারও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করলো জেইউডিও

 

এছাড়া বাকি ১৩৯ জন কোয়ারেন্টাইন সীমা পূর্ণ করায় এবং করোনা নেগেটিভ থাকায় তাদের বুধবার নিজ বাড়িতে ফেরত যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

বুধবার (১৯ মে ) সকালে তাদেরকে শহরের বিভিন্ন হোটেল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়।

news24bd.tv আহমেদ