বিজয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারে ধাক্কা, নিহত ৩

বিজয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারে ধাক্কা, নিহত ৩

Other

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন প্রাইভেটকারচালক মো. বিল্লাল হোসেন (৩২)। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

বিল্লাল হোসেন নামে প্রাইভেটকার চালক কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের মো. মন্টু মিয়ার ছেলে।

চালকের সঙ্গে পাওয়া ড্রাইভিং লাইসেন্স সূত্রে এই তথ্য জানা গেছে।  

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সকাল পৌনে ৭টার দিকে একটি পণ্যবোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় সিলেটগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক ও আরও এক যাত্রী নিহত হয়।

আরও পড়ুন

  ভার্চুয়াল আদালতে সাংবাদিক রোজিনার জামিন শুনানি আজ

  ৪৬ ধরনের পণ্য আমদানিতে শুল্ক-কর মওকুফ করেছে এনবিআর

  হ্রদের পানি শুকাতেই দীর্ঘ দিনের পুরোনো গ্রামের অস্তিত্ব পাওয়া গেল (ভিডিও

  আজ থেকে ২৪ মে পর্যন্ত বিমানের সৌদি ফ্লাইট স্থগিত

 

ওসি আরও জানান, আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।   এ দুর্ঘটনায় আহত ২ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ তাৎক্ষণিকভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

news24bd.tv আহমেদ