ঝিনাইদহে যাত্রীবাহী বাস চাপায় দুইজন নিহত হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে চাদপুর জামতলা এলাকার রাস্তার পাশে দাড়িয়ে কথা বলছিল হরিণাকুন্ডুর হামিরহাটি গ্রামের আক্তার হোসেন ও তালেব আলী।
এ সময় ঝিনাইদহ থেকে হরিণাকুন্ডু গামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে তাদের চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আক্তার হোসেন মারা যায়। আহত অবস্থায় তালেব আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
news24bd.tv / কামরুল