যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট নিচের খালে মাইক্রোবাস, আহত ১৪

যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট নিচের খালে মাইক্রোবাস, আহত ১৪

অনলাইন ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট নিচের খালে ছিটকে পড়ে ১৪ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের উপজেলার পেনাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন- খুলনার খালিশপুর থানার ওয়াসিব হাসান, দৌলতপুর থানার তুহিন খান, কাঁঠালিয়া থানার তাসলিমা আক্তার, কাশদিয়া থানার অনিক, বাগেরহাট জেলার চিতলমারী থানার শুক্কুর আলী, ফকিরহাট থানার রবিউল, গোপালগঞ্জ জেলার কাটারীপাড়া থানার তাহমিন হোসেন, চাঁদপুর জেলার আয়েশা আক্তার, পরমজাখান এলাকার তাসলিমা ও একই এলাকার ইয়াছিনসহ ১৪ জন।

আরও পড়ুন

  স্বাধীনতা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

  পতাকা উড়িয়ে ফিলিস্তিনিদের সমর্থন জানালেন আফ্রিদি

  ফিলিস্তিনির পক্ষ নিয়ে ইসরাইলকে যে বার্তা দিলো দক্ষিণ আফ্রিকা

  চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ হোন্ডা

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে খুলনা থেকে চট্টগ্রামগামী মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পেনাকাটা পোল এলাকায় পৌঁছায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি হঠাৎ প্রধান সড়ক থেকে অন্তত ২০ ফুট নিচে ছিটকে খালে পড়ে যায়।

এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে অন্তত ১৪ যাত্রী আহত হন।

তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। তবে ঘটনার সময় যাত্রীরা সবাই ঘুমাচ্ছিলেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, আহত সব যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

news24bd.tv আহমেদ