ইসরায়েলের আয়রন ডোম ফাঁকি দিয়ে লেবাননের রকেট হামলা

ইসরায়েলের আয়রন ডোম ফাঁকি দিয়ে লেবাননের রকেট হামলা

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সীমান্তে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা ঠেকাতে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত হয়েছে। তবে এই প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে হরমামেশাই রকেট হামলা হচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদি বসতিকে লক্ষ্য করে লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে। বুধবার (১৯ মে) ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়।

লেবানন থেকে চারটি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তার মধ্যে একটি ধ্বংস করতে পেরেছে আয়রন ডোম। একটি ইসরায়েলের দখলকৃত ভূমিতে পড়েছে। অপর দুটি ভূমধ্যসাগরে আঘাত হেনেছে।


আরও পড়ুন


 বিজয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারে ধাক্কা, নিহত ৩

 ভার্চুয়াল আদালতে সাংবাদিক রোজিনার জামিন শুনানি আজ

 ৪৬ ধরনের পণ্য আমদানিতে শুল্ক-কর মওকুফ করেছে এনবিআর

 ইসরাইলের বিরুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করলো হামাস


এর আগে মঙ্গলবার (১৮ মে) লেবানন থেকে ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছিল ইসরায়েলের ইহুদি বসতি লক্ষ্য করে। তার আগে তিনটি রকেট হামলা চালানো হয়েছিল। তবে এর জবাবে ইসরায়েলি বাহিনী লেবাননে পাল্টা হামলা চালায়।

news24bd.tv / নকিব