এবার নতুন মহামারি ভারতে, রাজ্যে রাজ্যে ঘোষণা

প্রতীকী ছবি

এবার নতুন মহামারি ভারতে, রাজ্যে রাজ্যে ঘোষণা

অনলাইন ডেস্ক

মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্যকে এ ঘোষণা দিতে বলা হয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যে এ রোগ আক্রান্তের পর পঙ্গু ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে ভারতের বিভিন্ন রাজ্যে। কেবল মহারাষ্ট্রে এরই মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ১৫০০ রোগী পাওয়া গেছে যার মধ্যে মারা গেছেন ৯০ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া একটি চিঠিতে এ কথা বলা হয়েছে বলে বৃহস্পতিবার (২০ মে) উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, এ ঘোষণার অর্থ হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সব নিশ্চিত এবং সন্দেহজনক রোগী সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানাতে হবে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগারওয়াল এক চিঠিতে বলেছেন, ব্ল্যাক ফাঙ্গাস রোগীর স্ক্রিনিং, নির্ণয়, ব্যবস্থাপনা নিয়ে সব সরকারি ও বেসরকারি হাসপাতাল-মেডিকেল কলেজকে নির্দেশিকা মেনে চলতে হবে।

এই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী, বেশি মাত্রায় স্টেরয়েড নেন যারা, ক্যানসার বা অন্য কোনও জটিল রোগে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ব্যক্তিরা।

news24bd.tv / কামরুল