রাঙামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী মসজিদ দৃষ্টিনন্দন করা হবে

রাঙামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী মসজিদ দৃষ্টিনন্দন করা হবে

Other

রাঙামাটির কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী মসজিদটি আরও সুন্দর ও দৃষ্টিনন্দন হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।

তিনি বলেন, কাপ্তাই নতুন বাজারের পুরাতন ঐতিহ্যবাহি বাইতুল ইলাহ শাহী জামে মসজিদকে সংস্কার করে আধুনিকরণ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে মসজিদটির ৩য় তলা পর্যন্ত ভবন নির্মান করা হবে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করতে গিয়ে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন।

এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার কর্মকর্তা
(ওসি) মো. নাসির উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলীল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের
নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউপের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার
উপস্থিত ছিলেন।

news24bd.tv তৌহিদ