ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা এবং তার পরিবারের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় করা মামলার পলাতক থাকা আসামিদের মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার দিনগত রাতে এসআই উত্তম কুমার সেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি জাকির শেখ, টিটুল শেখ ও ওবায়দুর শেখকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
গত ১৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং তার পরিবারের সদস্যদের ওপর ধরালো অস্ত্রসহ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
আহাতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে ২০ এপ্রিল মঙ্গলবার ওই ঘটনায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মামলা করা হয়।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.ওয়াহিদুজ্জামান বলেন, এ জাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
news24bd.tv / কামরুল