গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সহিংসতাকে সবচেয়ে ব্যর্থ ও অর্থহীন বলে আখ্যায়িত করেছে দেশটির বামপন্থী দৈনিক পত্রিকা হারেৎস। ইসরায়েলের অভ্যন্তরে যখন এই ধরণের আলোচনা চলছে তখন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাসেম ব্রিগেড দখলদার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। দখলদার ইহুদিবাদী ইসরাইলের নেগেভ শহরের পশ্চিমে সাদিরুত এলাকায় এই হামলা চালায় হামাস।
জানা গেছে, হামাসের হামলার পরপরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে সেখানে।
ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, সাদিরুতে গতকাল হামাসের পাঁচটি রকেট আঘাত হানে। একই দিন দখলদার ইসরায়েলের ছয়টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা।
দক্ষিণ গাজায় ইসরাইলি হামলার জবাবে বিমানঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে বলে কাস্সাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে।
তারা আরও জানিয়েছে- হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র্যা মন ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
news24bd.tv/আলী