প্রধানমন্ত্রীর হাত থেকে স্বামীর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন বজলুর রহমানের সহধর্মিণী

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বামীর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন বজলুর রহমানের সহধর্মিণী

অনলাইন ডেস্ক

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম বজলুর রহমান সহ ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার সকালে গণভবনে ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার তুলে দেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ কে এম বজলুর রহমান ‘স্বাধীনতা পুরস্কার-২০২১’-এ ভূষিত হয়েছেন। বজলুর রহমানের পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন তাঁর সহধর্মিণী শাহানারা বেগম।

বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পট পরিবর্তনকারী অভ্যুদয়ের এই সময়টুকুতে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন এ কে এম বজলুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর ভূমিকার কথা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে রয়েছে।   

news24bd.tv/আলী