মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে তিনজন মারা গেছেন। এই সময়ে শনাক্ত হয়েছেন ১১৬ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ৫৯৩ জনে দাঁড়াল। আর শনাক্তের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৩০৭ জনে দাঁড়াল।
আজ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন:
খুলনা বিদ্যুৎকেন্দ্রে ৮৫ চীনা নাগরিক করোনায় আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী |
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১২ নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৮৩ জন ও উপজেলার ৩৩ জন রয়েছেন।
news24bd.tv নাজিম