মাছের খাদ্যের দাম বৃদ্ধি, পানি দূষণ এবং বাজারে কাঙ্খিত দাম না পাওয়ায় সংকটে, চাঁদপুরের খাঁচায় মাছ চাষিরা। গত একবছরে প্রায় শতাধিক খাঁচা বন্ধ হয়ে গেছে।
মৎস্য বিভাগ বলছে, মাছের খাদ্যের দাম নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে।
২০০২ সালে প্রথম চাঁদপুরের ডাকাতিয়া নদীতে শুরু হয়েছিল খাঁচায় মাছ চাষ পদ্ধতি।
খাঁচার মালিকরা বলছেন, এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারের নজরদারি প্রয়োজন। পাশাপাশি দরকার স্বল্প সুদে ঋণ।
আরও পড়ুন:
খুলনা বিদ্যুৎকেন্দ্রে ৮৫ চীনা নাগরিক করোনায় আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী |
খাঁচা কমে যাওয়ায়, ২০১৭ সালে মৎস্য অধিদপ্তরের মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় কুমিল্লা জেলায় বেশ কিছু খাঁচা তৈরি করে দেয়া হয়েছে। তারপরেও খাঁচা কমে যাওয়া দুশ্চিন্তার কারণ, বলছেন জেলা মৎস্য কর্মকর্তা।
চাঁদপুরে বর্তমানে ১ হাজার ৮৯২টি খাঁচা রয়েছে। ১৬০জন চাষি এ খাঁচাগুলো পরিচালনা করছেন।
news24bd.tv নাজিম