যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ

যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। এজন্য আল্লাহ তায়ালা পুরো এক মাসই বরাদ্দ করে দিয়েছেন তার বান্দাদের। রমজান ছাড়াও বিভিন্ন নফল রোজা রাখেন সবাই। রোজা পালনকারীদের জন্য অনেক সওয়াব ও পুরস্কারের ঘোষণা রয়েছে কোরআন ও হাদিসে।

তবে বিরামহীনভাবে সারা বছর রোজা রাখা নিষেধ।  

কেউ সারা বছর নফল রোজা রাখতে চাইলে তার করণীয় হলো, বিরামহীনভাবে না রেখে এক দিন পরপর রাখা। এটি ছিল দাউদ (আ.) এর আদর্শ। রাসূল (সা.) এটিকে সর্বোত্তম পদ্ধতি হিসেবে আখ্যায়িত করেছেন।

বছরে এমন পাঁচটি দিন রয়েছে, যেদিনগুলোয় রোজা রাখা হারাম বা নিষিদ্ধ। আসুন সেগুলো একটু জেনে নেই।

দিনগুলো হলো- 

১. ঈদুল ফিতরের (১ শাওয়াল) দিন।  

২. ঈদুল আজহার (১০ জিলহজ) দিন।

৩. ঈদুল আজহার পরের তিন দিন। অর্থাৎ জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ।

আরও পড়ুন:

পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: সেই মানিক 'বন্দুকযুদ্ধে' নিহত 

খুলনা বিদ্যুৎকেন্দ্রে ৮৫ চীনা নাগরিক করোনায় আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী

 যে দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতি

 ২৬ মে বাংলাদেশে চন্দ্রগ্রহণ

এই পাঁচদিন সব ধরনের রোজা রাখা হারাম বা নিষিদ্ধ। অবশ্য তামাত্তু বা কিরানকারী হাজিগণ যদি কোনো কারণে কোরবানি দিতে অপারগ হয় তাহলে এর পরিবর্তে মক্কায় জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখে রোজা রাখবে।  

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক