ঈদের আগে অস্বাভাবিক হারে বেড়েছিল ব্রয়লার মুরগি, গরু ও ছাগলের মাংসের দাম। ঈদ শেষে তা কিছুটা কমতে শুরু করেছে। আজ শুক্রবার (২১ মে) রাজধানীর বিভিন্ন বাজার এমন তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীরা জানিয়েছে, চাহিদা কম থাকায় এখন মাংসের দাম কিছুটা কমেছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা গরুর মাংস বিক্রি করছেন ৫৮০ থেকে ৬০০ টাকা, যা ঈদের আগের দিন ৬৫০ টাকায় উঠেছিল। আর ৯৫০ টাকায় ওঠা খাসির মাংস ৭০০ থেকে ৮৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
অপরদিকে ঈদের আগে ১৬০ টাকায় উঠে যাওয়া ব্রয়লার মুরগির কেজি কমে ১৪০ টাকায় নেমেছে। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৬০ টাকা, যা ঈদের আগে ৩২০ টাকায় উঠেছিল।
মাংস ব্যবসায়ী রেজাউল বলেন, গরুর মাংসের কেজি ৫৮০-৬০০ টাকা সবাই মানিয়ে নিয়েছে। এই দামটাই স্বাভাবিক হয়ে গেছে। তবে ঈদের আগে বাড়তি চাহিদার কারণে দাম বেড়ে গিয়েছিল। এখন আবার আগের দামে ফিরে এসেছে।
news24bd.tv / কামরুল