যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্বিচারে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সংঘর্ষের বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে।
এক ভিডিওতে দেখা যায়, ২০ মে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ম্যানহাটন। 'ফ্রি প্যালেস্টাইন' নামের সংগঠনের ডাকে প্রতিবাদ জানাতে থাকেন ফিলিস্তিনের সমর্থকরা। ইসরায়েলি কনস্যুলেট ভবনের সামনে কয়েকশ’ মানুষ জড়ো হন।
আরও পড়ুন
যে শর্তে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলবে হামাস জাতিসংঘে ফিলিস্তিন সঙ্কটের স্থায়ী সমাধানের আহ্বান বাংলাদেশের ঘণিভূত হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, খুলনা উপকূলে আঘাত হানার আশঙ্কা |
এ সময় ফিলিস্তিন পতাকা উড়িয়ে মিছিল করে ডাউন টাউনের দিকে যায় তারা। ইসরায়েলের সমর্থকরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
news24bd.tv / কামরুল