ফিলিস্তিনিদের 'সোর্ড অব কুদস' অভিযানে প্রমাণিত হয়েছে দখলদার ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল বলে মন্তব্য করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
শুক্রবার (২১ মে) এক বিবৃতিতে এ কথা জানান সংগঠনটি।
বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিজয়ী হওয়ায় ফিলিস্তিনিদের শুভেচ্ছা জানাচ্ছি। এবারের 'সোর্ড অব কুদস' শীর্ষক প্রতিরোধ সংগ্রাম ইহুদিবাদী শত্রুদের ওপর নতুন সমীকরণ চাপিয়ে দিয়েছে।
আরও পড়ুন
বিপদজনক ‘ব্ল্যাক ফাঙ্গাস’ কী এবং কেন হয়? পল্লবীতে হত্যা: সেই আউয়ালের ৪ দিনের রিমান্ড মঞ্জুর |
বিবৃতিতে হিজবুল্লাহ আরও বলেছে, হিজবুল্লাহ মনে করে অদূর ভবিষ্যতেই গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে।
ফিলিস্তিনিদের ১১ দিনের বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে দখলদার ইসরাইল শর্ত মেনে যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু করেছে। লেবাননের হিজবুল্লাহ প্রথম থেকেই ফিলিস্তিনিদের আন্দোলনে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।
news24bd.tv আহমেদ