যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসরায়েল-ফিলিস্তিন সমর্থকদের মাঝে সংঘর্ষ (ভিডিও)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসরায়েল-ফিলিস্তিন সমর্থকদের মাঝে সংঘর্ষ (ভিডিও)

অনলাইন ডেস্ক

ইসরায়েল-ফিলিস্তিন চলমান ইস্যুতে নিউইয়র্কের ম্যানহাটনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি বেশ কিছুদিন আগের (১২ মে) হলেও ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে এটি আলোচনায় আসে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে উভয় দেশের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষকের সমর্থকদের থামানোর চেষ্টা করছে পুলিশ।

এসময় কেউ কেউ পুলিশের সাথেও সংঘাতে জড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

‘ফ্রি প্যালেস্টাইন’ নামে একটি সংগঠনের ডাকে ম্যানহাটনে ইসরায়েল কনস্যুলেট ভবনের সামনে কয়েকশ মানুষ জড়ো হন। এসময় ফিলিস্তিন পতাকা উড়িয়ে মিছিল করে ডাউনটাউনের দিকে যাওয়ার সময় ‘গাজা, গাজা আপনি কাঁদবেন না, আমরা আপনাকে কখনও মরতে দেব না’ বলে শ্লোগান দিতে থাকনে বিক্ষোভকারীরা।


আরও পড়ুন


 বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

 আন্তর্জাতিকভাবে রোজিনা ইসলামের বিষয়টির মুখোমুখি হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

 ইসরাইলের বিরুদ্ধে নিজেদের বিজয়ী দাবি করলো হামাস

 ‘কাকলী’ ভাইরাসে ভুগছে সামাজিক যোগাযোগমাধ্যম (ভিডিও)


একপর্যায়ে ইসরায়েলের পতাকা নিয়ে দেশটির সমর্থকেরা বাধা দিলে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বিক্ষোভকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

news24bd.tv / নকিব