ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের একদিন পরে ১৮ বছরের মো. মিরাজ মোল্লা নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া লঞ্চঘাট এলাকার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের উদ্ধার করা হয়।
মিরাজ উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা এলাকার মৃত আব্দুল হাই মোল্লার ছেলে।
আরও পড়ুন
যে শর্তে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলবে হামাস জাতিসংঘে ফিলিস্তিন সঙ্কটের স্থায়ী সমাধানের আহ্বান বাংলাদেশের ঘণিভূত হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, খুলনা উপকূলে আঘাত হানার আশঙ্কা |
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে তার বাড়ির পিছনে বিষখালী নদীতে জাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছিল।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে ফোর্স পাঠিয়েছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
news24bd.tv / কামরুল