সাবেক পুলিশ কর্মকর্তার বাগান বাড়িতে মিললো ২৪ জনের দেহাবশেষ

সাবেক পুলিশ কর্মকর্তার বাগান বাড়িতে মিললো ২৪ জনের দেহাবশেষ

অনলাইন ডেস্ক

এবার সিরিয়াল এক কিলারের খোঁজ মিললো। তিনি এক সাবেক পুলিশ কর্মকর্তা। তার বাগান বাড়িতে মাটি চাপা দেয়া অন্তত ২৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে আরও অন্তত ৪০ জনের মরদেহ মাটিচাপা রয়েছে।

এরমধ্যে বেশিরভাগই নারী বলে ধারণা করা হচ্ছে।

এমন নৃশংস ঘটনার সাক্ষী মধ্য-আমেরিকার দেশ এল সালভাদরে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে।

সংবাদমাধ্যমটিতে বলে হয়েছে, চলতি মাসে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় এল সালভাদরের ওই সাবেক পুলিশ কর্মকর্তা হুগো আর্নেস্তো ওসোরিয়ো শ্যাভেজকে (৫১)।

৫৭ বছরের এক নারী ও তার ২৬ বছর বয়সী এক মেয়েকে হত্যার অভিযোগে চালচুয়াপা শহর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের পর হত্যার কথা স্বীকার করেছেন শ্যাভেজ। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আছে।

আরও পড়ুন

  ইসরাইলের বিরুদ্ধে বিজয়, ফিলিস্তিনিদের আয়াতুল্লাহ খামেনেয়ীর অভিনন্দন

  বড় ধরনের সাইবার হামলার শিকার ভারতের রাষ্ট্রীয় উড়োজাহাজ এয়ার ইন্ডিয়া

  করোনায় বিশ্বে একদিনে প্রায় ১৩ হাজার মানুষের মৃত্যু

  বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলো ভাই, প্রাণ গেল দুইজনেরই

 

সাবেক ওই কর্মকর্তার স্বীকারোক্তির পর ফরেনসিক দল রাজধানী সান সালভাদর থেকে প্রায় ৪৮ মাইল উত্তরে অবস্থিত তার বাড়ি তল্লাশি করে অন্তত সাতটি গর্ত খুঁজে পায়। গর্তে দেখা যায় বেশ কয়েকটি মরদেহ চাপা দেয়া হয়েছে। এসব মরদেহ উদ্ধার করতে এক মাসের মতো সময় লাগতে পারে।

পুলিশের তথ্য মতে, সাবেক ওই কর্মকর্তা গত বছর ৭০ জন নারীকে হত্যা করেছেন। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১১১ জন।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর