শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রিজভীর বাসায় মির্জা ফখরুল

শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রিজভীর বাসায় মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

অনেক দিন থেকেই অসুস্থ হয়ে বিছানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে রিজভীর বাসায় যান তিনি। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এসময় তিনি বলেন, মোহাম্মদপুরের হাউজিংয়ের বাসায় রিজভী শারীরিক খোঁজ নিতে যান মির্জা ফখরুল। এ সময় তিনি তার পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে জানেন।

এর আগে স্কয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন থাকার পর গত ৯ মে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন বিএনপির এ নেতা।

বাসায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন

  বগুড়ায় ২০০ টাকার জন্য বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার

  যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়

  চাকরির পেছনে না ছুটে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতই রিজভীর শারীরিক খোঁজ নিচ্ছেন। এছাড়াও খালেদা জিয়া নিজে অসুস্থ হলেও বিভিন্ন সময়ে তার চিকিৎসকদের মাধ্যমে রিজভীর খোঁজ নিয়েছেন বলে দলের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন।

রুহুল কবির রিজভী গত ১৬ মার্চ করোনা টেস্ট করলে পজিটিভ রেজাল্ট নিয়ে পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ১ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চেস্টের সিটি স্ক্যানে নানা জটিলতা ধরা পড়লে অক্সিজেন সহায়তা ছাড়া তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না বলে আইসিইউতে রেখে তার চিকিৎসা করা হয় বেশকিছু দিন। গত ১৭ এপ্রিল রিজভীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এর আগে তার চার দফা টেস্টে পজিটিভ আসে।

news24bd.tv আহমেদ