অবশেষে ফিলিস্তিন ইস্যুতে মুখ খুললেন সৌদি বাদশাহ

অবশেষে ফিলিস্তিন ইস্যুতে মুখ খুললেন সৌদি বাদশাহ

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের তীব্র প্রতিরোধের মুখে মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার (২০ মে) যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। আর এই যুদ্ধবিরতির পরদিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

শুক্রবার (২১ মে) তাদের ফোনালাপ হয়। ফোনালাপে সৌদি বাদশাহ ইসরায়েলি হামলায় নিহত নিরস্ত্র ফিলিস্তিনিদের জন্য দোয়া এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সালমান বিন আব্দুল আজিজ বলেন, দখলদার ইসরায়েলি সরকারের ওপর চাপ বাড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান অব্যাহত রাখবে সৌদি আরব।

আরও পড়ুন


 আয়ারল্যান্ডে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে ৫০ হাজার আবেদন

 ছড়িয়ে পড়া নগ্ন ওই ভিডিওতে আমি ছিলাম না: রাধিকা আপ্তে

 ইসরাইলি হামলার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা ফিলিস্তিনের

 নাগরিকদের সিনোফার্ম টিকার তৃতীয় ডোজ দেয়ার ঘোষণা আমিরাত-বাহরাইনের


তিনি আরও বলেন, আমরা জেরুজালেমে মুসলিমদের ওপর হামলা ও উচ্ছেদ বন্ধে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সৌদি আরব সব সময় ফিলিস্তিনের জনগণের সুরক্ষা ও শান্তি কামনা করে।

ফোনালাপে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সৌদি বাদশাহকে বিশ্ব সম্প্রদায়, মুসলিম বিশ্ব ও আরব সংগঠনগুলোকে একত্রিত করতে কাজ করায় ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

news24bd.tv / নকিব