যুক্তরাজ্যের কাছে ১৬ লাখ টিকা সহায়তা চাওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যের কাছে ১৬ লাখ টিকা সহায়তা চাওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, দ্বিতীয় ডোজ টিকার ঘাটতি মেটাতে এবার যুক্তরাজ্য সরকারের কাছে ১৬ লাখ টিকা সহায়তা চাওয়া হয়েছে।   

শনিবার (২২ মে) যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল আইটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে এ সহায়তা চান তিনি।

ড. মোমেন বলেন, দ্বিতীয় ডোজের জন্য অ্যাস্ট্রাজেনেকার মাত্র ১৬ লাখ টিকা প্রয়োজন। আমরা এ টিকা সহায়তার জন্য যুক্তরাজ্য সরকারকে অনুরোধ করেছি।

যুক্তরাজ্য চাইলে আমাদের এ টিকা দিয়ে সহায়তা করতে পারে।

তবে তাদের টিকা উৎপাদনের সক্ষমতা নেই বলে আমাদের এই আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

  শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রিজভীর বাসায় মির্জা ফখরুল

  বগুড়ায় ২০০ টাকার জন্য বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার

  যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়

 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। এছাড়া আমরা কমনওয়েলথ সদস্য।

এসব বিবেচনায় নিয়ে যুক্তরাজ্য আমাদের এ টিকা দিতে পারে।

দ্বিতীয় ডোজের ঘাটতি মেটাতে বাংলাদেশ ইতোমধ্যেই ভারত, কানাডা, যুক্তরাষ্ট্রের কাছেও জরুরিভাবে ১৬ লাখ টিকা চেয়েছে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছু টিকা দিতে রাজি হয়েছে।

news24bd.tv আহমেদ