শতবর্ষের প্রথা ভেঙে আশ্রমে ঢুকলো মাছ-মাংস

শতবর্ষের প্রথা ভেঙে আশ্রমে ঢুকলো মাছ-মাংস

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস পাল্টে দিয়েছে অনেক নিয়ম, প্রথা, অভ্যাস। এর ভেতরে রয়েছে অনেক ধর্মীয় ও মানবিক প্রথাও। সেই পথ ধরেই এবার নজির তৈরি করল ভারত সেবাশ্রম সংঘ।

হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, এই আশ্রমে আমিষ খাবার প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল।

এটাই এখানকার চিরকালীন প্রথা।

এতোদিন এই প্রথা সবাই মেনে চললেও এবার আশ্রম সংলগ্ন আশ্রমে তৈরি হচ্ছে আমিষ খাবার। তবে সেটা চিকিৎসকদের পরামর্শে কেবলমাত্র করোনা রোগীদের জন্য।


আরও পড়ুন


 আয়ারল্যান্ডে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে ৫০ হাজার আবেদন

 ছড়িয়ে পড়া নগ্ন ওই ভিডিওতে আমি ছিলাম না: রাধিকা আপ্তে

 ইসরাইলি হামলার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা ফিলিস্তিনের

 নাগরিকদের সিনোফার্ম টিকার তৃতীয় ডোজ দেয়ার ঘোষণা আমিরাত-বাহরাইনের


আশ্রম সূত্রের খবর, গড়িয়া ভারত সেবাশ্রম সংঘে কোভিড হাসপাতাল খোলা হয়েছে।

সেখানে মূলত প্রোটিনের জোগান যাতে ঠিকঠাক থাকে সে জন্যই আমিষ খাবার প্রয়োজন করোনা রোগীদের জন্য। সে কারণেই রোগীদের জন্য এই প্রথম ১০৪ বছরের প্রথা ভেঙে আমিষ খাবার পরিবেশন করার ছাড়পত্র দিয়েছে আশ্রম কর্তৃপক্ষ।

এরইমধ্যে চিকিৎসকরা আশ্রমের এই উদ্যোগকে প্রশংসা করছেন। প্রাকৃতিক দুর্যোগে প্রথা ভেঙে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম প্রশংসিত হয়েছে সবজায়গাতেই।

news24bd.tv / নকিব