লন্ডনে ক্যাফে খুলছেন সেই পাকিস্তানি 'ভাইরাল' চা ওয়ালা

লন্ডনে ক্যাফে খুলছেন সেই পাকিস্তানি 'ভাইরাল' চা ওয়ালা

অনলাইন ডেস্ক

দুই বছর আগে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নীল চোখের এক ছবি ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যান এক পাকিস্তানি চা ওয়ালা। এরপর একেবারে সাধারণ চা বিক্রেতা থেকে তিনি রাতারাতি হয়ে গেলেন ‘আরশাদ খান চা ওয়ালা’।

সোশ্যাল মিডিয়ার শক্তিতেই যেন কয়েক মাস পরেই আরশাদ খান ইসলামাবাদে ঝাঁ চকচকে রেস্তরাঁরও মালিক হয়ে গেলেন। দেশ ছাড়িয়ে এবার তার চায়ের জাদু নিয়ে এ বার লন্ডনেও ক্যাফে খুলতে চলেছেন আরশাদ খান চা ওয়ালা।

২৩ বছরের আরশাদের বাড়ি ইসলামাবাদে। যদিও তিনি নিজের পরিচয় দেন ‘আরশাদ খান চা ওয়ালা’ হিসেবেই। লন্ডনে চায়ের ক্যাফে খোলার খবর নিজেই জানিয়েছেন ফেসবুকে। লিখেছেন, ‘লাগাতার প্রচেষ্টা এনে দিতে পারে শক্তি এবং উন্নতি।

কাফে চা ওয়ালা এ বছরের শেষে লন্ডনে প্রথম আউটলেট খুলতে চলেছে’।


আরও পড়ুন


 শতবর্ষের প্রথা ভেঙে আশ্রমে ঢুকলো মাছ-মাংস

 আয়ারল্যান্ডে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে ৫০ হাজার আবেদন

 ইসরাইলি হামলার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা ফিলিস্তিনের

 নাগরিকদের সিনোফার্ম টিকার তৃতীয় ডোজ দেয়ার ঘোষণা আমিরাত-বাহরাইনের


ইতিমধ্যেই ইসলামাবাদে ‘কাফে চাওয়ালা’ নামে একটি ক্যাফে খুলেছেন তিনি। সে দেশের এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘অনেকেই আমাকে বলেছেন দোকানের নাম পরিবর্তন করে আমার নিজের নামে রাখার জন্য। কিন্তু আমি তা চাই না। ’’

২১ মে দিনটিকে পালন করা হয় ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসাবে। এই দিনেই আরশাদ জানিয়েছেন, এ বছরই লন্ডনে একটি চা ক্যাফে খুলবেন তিনি।

news24bd.tv / নকিব


আরও পড়ুন


 আয়ারল্যান্ডে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে ৫০ হাজার আবেদন

 ছড়িয়ে পড়া নগ্ন ওই ভিডিওতে আমি ছিলাম না: রাধিকা আপ্তে

 ইসরাইলি হামলার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা ফিলিস্তিনের

 নাগরিকদের সিনোফার্ম টিকার তৃতীয় ডোজ দেয়ার ঘোষণা আমিরাত-বাহরাইনের

 

এই রকম আরও টপিক