শ্রীলঙ্কা দলে করোনার হানা: আজকের খেলা হবে কি না জানালো বিসিবি

শ্রীলঙ্কা দলে করোনার হানা: আজকের খেলা হবে কি না জানালো বিসিবি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগেই আজ সকালে বড় দুঃসংবাদ আসে। লঙ্কান দলে করোনার হানা। তাই প্রথম ওয়ানডে হবে কি না। তা নিয়ে সংশয় দেখা দেয়।

তবে সব শঙ্কা কাটিয়ে মাঠে নামার ঘোষণা পাওয়া গেল বিসিবির কাছ থেকে।

শ্রীলঙ্কার ক্রিকেট দলের দ্বিতীয় কোভিড টেস্টের ফল হাতে পেয়েছে বিসিবি। তারপরই সিদ্ধান্ত জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  

প্রথমবার কোভিড টেস্টে পজিটিভ আসা ইসরু উদানা ও চামিন্দা ভাসের ফল এবার নেগেটিভ এসেছে।

তবে এবারও পজিটিভ এসেছেন শিরান ফার্নান্দো। তাকে টিম হোটেলে আইসোলেশনে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  বাগেরহাটে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় প্রস্তুত ৩৪৪ আশ্রয় কেন্দ্র

  সব সময় ফিলিস্তিনিদের পাশে থাকবে ইরান: আইআরজিসি

  গুঞ্জন নয়, সংসার ভাঙল নায়িকা মাহিয়া মাহির

  পল্লবীতে কুপিয়ে হত্যা: এবার ‘বন্দুকযুদ্ধে’ আরেক আসামি মনির নিহত

 

রোববার দুপুর ১টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে নিয়ে কোনো সংশয় নেই জানিয়েছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। এসময় তিনি বলেন, দ্বিতীয় পরীক্ষায় শুধুমাত্র ফার্নান্দো পজিটিভ এসেছে। তাকে আইসোলেটেড করা হয়েছে। ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই। দুপুর ১টায় ম্যাচ শুরু হবে।

news24bd.tv আহমেদ