এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২৩ জনের মৃত্যু

ফাইল ছবি

এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩২৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ ঠেকাতে ঈদযাত্রায় দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ঠেকানো যায়নি সড়কে মৃত্যুর মিছিল। এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ৩২৩ জন মানুষের। যা গেলো ছয় বছরের তুলনায় দ্বিতীয় সর্বোচ্চ।

রোববার (২৩ মে) যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই তথ্য জানান।

এসময় তিনি বলেন, ৩২৩ জনের মৃত্যু ছাড়াও এই ঈদযাত্রার পনেরো দিনে ৩১৮টি সড়ক দুর্ঘটনায় ৬২২জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনায় শীর্ষে এবারও মোটরসাইকেল।

আরও পড়ুন

  হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা নিতে আল্টিমেটাম এমপি মোকতাদিরের

  চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ২

  শ্রীলঙ্কা দলে করোনার হানা: আজকের খেলা হবে কি না জানালো বিসিবি

  বাগেরহাটে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় প্রস্তুত ৩৪৪ আশ্রয় কেন্দ্র

 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আরও বলেন, নিম্ন মানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণ করায় প্রায়ই দুর্ঘটনায় কবলে পড়ছে যানবাহন। দুর্ঘটনা প্রতিরোধে ৮টি সুপারিশ তুলে ধরেন তিনি।

বলেন, চালকদের কর্মঘণ্টা নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে।

news24bd.tv আহমেদ